রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে বিএনপির দোয়া ও আলোচনা 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপির দোয়া ও আলোচনা 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্য ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সাড়ে ১৩ বছর পর স্বদেশ আগমন উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. কামাল উদ্দিন সেলিম। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার ৩ বারের পদত্যাগকারী আলহাজ জি কে গউছ, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আহমেদ আলী মুকিব, তিনি বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর যাবত সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছি। 

দেশ-বিদেশে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে। এদিকে প্রধান অতিথি আলহাজ জি কে গউছ তার বক্তব্যে বলেন, আমাদের ৬০ লাখের ও বেশি নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগের দুর্বৃত্তরা নির্যাতন করেছে, মিথ্যা মামলা জড়িয়ে নিঃস্ব করেছে, লাখ-লাখ নেতাকর্মীদের ঘরে না পেয়ে পরিবারের সদস্যদের ধরে নিয়ে আসতো। 

বৈষম্য ছাত্র-জনতা আন্দোলনে হাজার-হাজার ছাত্র-জনতা ও নেতাকর্মীরা জীবন দিয়ে এনে দিয়েছে নতুন স্বাধীনতা। পুঙ্গ হয়েছে কয়েক হাজার, আমি সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করি। 

টিএইচ